Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫

নমুনা সংগ্রহের উদ্দেশ্যাবলী

বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামে সংরক্ষিত উদ্ভিদ নমুনাসমূহকে প্রধানতঃ জাতীয় এবং আন্তর্জাতিক সম্পদ হিসেবে গণ্য করা হয়। সাধারণতঃ হারবেরিয়ামের বৈজ্ঞানিক ও কারিগরি শাখার জনবলই এই গুরুত্বপূর্ণ গবেষণা ও রেফারেন্স নমুনার সমৃদ্ধি ও দেখাশুনার দায়িত্ব পালন করে থাকেন যাহাঁতে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের গবেষকগণ এই সকল ক্রমবর্ধিষ্ণু সম্পদ ব্যবহার করতে পারেন। ন্যাশনাল হারবেরিয়ামের সাধারণ ব্যাবস্থাপনা নীতিমালা বিশ্বের সকল বড় হারবেরিয়ামের সাথে সামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের উদ্ভিদ নমুনা সংরক্ষণের প্রধান উদ্দেশ্যাবলী হল: (১) দেশের আধুনিক ইতিহাসের বিভিন্ন সময়ে ও স্থানে বিরাজমান উদ্ভিদ সম্প্রদায়কে উপস্থাপন করা; (২) দেশের বিভিন্ন উদ্ভিদ প্রজাতি বিষয়ে ঐতিহাসিক গবেষণা ও ব্যাখ্যা পাওয়া; (৩) সারা বিশ্বের উদ্ভিদ বিজ্ঞানীদের গবেষণা কাজে রেফারেন্স নমুনা হিসেবে এদের ব্যবহার নিশ্চিত করা; এবং (৪) এই সব নমুনা হতে উৎপাদিত তথ্য প্রকাশনা, বক্তৃতা এবং অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে প্রদর্শন করা।