Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd August ২০২২

গত ২৮ জুলাই ২০২২ খ্রি. রোজ বৃহস্পতিবার বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম কর্তৃক বাস্তবায়নাধীন ‘বরিশাল ও সিলেট বিভাগের ভাস্কুলার উদ্ভিদ প্রজাতি জরিপ’ শীর্ষক প্রকল্পের এক ইনসেপশন ওয়ার্কশপ হারবেরিয়াম অফিসে অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2022-08-01

গত ২৮ জুলাই ২০২২ খ্রি. রোজ বৃহস্পতিবার  বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম কর্তৃক বাস্তবায়নাধীন ‘বরিশাল ও সিলেট বিভাগের ভাস্কুলার উদ্ভিদ প্রজাতি জরিপ’ শীর্ষক প্রকল্পের আয়োজিত ইনসেপশন ওয়ার্কশপে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রধান অতিথি, সম্মানিত সচিব সভাপতি, অতিরিক্ত সচিব (উন্নয়ন), প্রধান বন সংরক্ষক এবং হারবেরিয়ামের পরিচালক ও অতিরিক্ত সচিব (পরিবেশ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই ইনসেপশন ওয়ার্কশপে আগত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও গবেষণা প্রতিষ্ঠান হতে সম্মানিত অধ্যাপকবৃন্দ ও গবেষকগণ অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন। হারবেরিয়ামের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন (সচিত্র প্রতিবেদন)।