কোন কোন উদ্ভিদের মূল/কান্ডের বাঁকল, পাতা, ফুল, ফল, বীজ ইত্যাদি শুকিয়ে স্বচ্ছ কাঁচের বোতলে এবং রাসায়নিক পদার্থ যুক্তকরে সংরক্ষণ করা হয়। এসব নমুনাও মাউণ্টেড হারবেরিয়াম শীটের পরিপূরক হিসেবে কাজ করে। ন্যাশনাল হারবেরিয়ামে এমন ২০০-এর অধিক উদ্ভিদ প্রজাতির নমুনা সংরক্ষিত রয়েছে। এসকল নমুনা জীন ব্যাংক এবং গবেষণা কাজে ডিএনএ এক্সট্রাকশনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। |