খ) হারবেরিয়ামের তথ্য অধিকার আইন সংক্রান্ত প্রতিবেদন ২০২৩ - ২০২৪ :
গ) হারবেরিয়ামের তথ্য অধিকার আইন সংক্রান্ত প্রতিবেদন ২০২২ - ২০২৩ :
Array ( [id] => a84613a1-beaf-41c0-8d1e-81c09282aa5c [version] => 72 [active] => 1 [publish] => 1 [created] => 2015-03-11 23:31:03 [lastmodified] => 2024-10-31 11:59:18 [createdby] => 543 [lastmodifiedby] => 543 [domain_id] => 6576 [office_id] => [menu_id] => [title_bn] => মাননীয় উপদেষ্টা [title_en] => Honorable Adviser [body_bn] => [body_en] => [userpermissionsids] => [uploadpath] => f43ecdcb-c0d5-4366-a0b4-7e857c086635 [userip] => 127.0.0.1 [useragent] => Mozilla/5.0 (Windows NT 10.0; Win64; x64) AppleWebKit/537.36 (KHTML, like Gecko) Chrome/130.0.0.0 Safari/537.36 [usergeo] => [is_right_side_bar] => 0 [office_head_photo] => Array ( [0] => Array ( [name] => 2024-10-31-05-59-8670812455f155c19ce120ec01299ab7.jpeg [caption_bn] => সৈয়দা রিজওয়ানা হাসান [caption_en] => Syeda Rizwana Hasan [link] => ) ) [office_head_description] => Parimal Singha, Joint Secretary under the Ministry of Environment, Forest and Climate Change [office_head_des_bn] =>সৈয়দা রিজওয়ানা হাসান
মাননীয় উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
সৈয়দা রিজওয়ানা হাসান ৮ আগস্ট ২০২৪ তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন এবং ৯ আগস্ট ২০২৪ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন তালিকাভুক্ত আইনজীবী। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) নামে একটি স্বনামধন্য জাতীয় বেসরকারি সংস্থার প্রধান নির্বাহী হিসেবে পরিবেশ রক্ষার জন্য কাজে নিয়োজিত ছিলেন। তাঁর মূল লক্ষ্য বাংলাদেশে পরিবেশগত ন্যায়বিচার সমুন্নত করা।
সৈয়দ রিজওয়ানা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিসটিংকশনসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে ‘বেলা’য় তাঁর কর্মজীবন শুরু করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যোগদানের আগ পর্যন্ত তিনি এ সংস্থার সাথে যুক্ত ছিলেন।
তাঁর সুযোগ্য নেতৃত্বে ‘বেলা’ ২০০৩ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)-এর ‘গ্লোবাল ৫০০ রোল অব অনার্স’ অর্জন করে। এছাড়াও, পরিবেশ আইনকে জনপ্রিয় করার জন্য ২০০৭ সালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ১ম বারের মতো প্রদত্ত পরিবেশ পদক ‘বেলা’কে প্রদান করা হয়। সংস্থাটি ২০০৯ সালে টেকসই পরিবেশ সংরক্ষণে কার্যকর নেতৃত্ব প্রদান করার জন্য এম. সলিম উল্লাহ স্মৃতি স্বর্ণপদক লাভ করে। ‘বেলা’ ২০২০ সালে আইনের শাসন প্রতিষ্ঠায় অবদানের জন্য তাইওয়ান থেকে মর্যাদাপূর্ণ ‘ট্যাং’ পুরস্কারে ভূষিত হয়।
সৈয়দা রিজওয়ানা বাংলাদেশের একটি স্বনামধন্য জার্নাল কর্তৃক প্রদত্ত ‘অনন্যা শীর্ষ দশ’ পুরস্কার অর্জন করেন। তিনি নেপালভিত্তিক ‘ক্রিয়েটিভ স্টেটমেন্ট এন্ড সাউথ এশিয়া পার্টনারশিপ’ প্রদত্ত ‘সেলিব্রেটিং উম্যানহুড’ পুরস্কার (২০০৮) প্রাপ্ত প্রথম পাঁচজন দক্ষিণ এশীয় নারীর একজন। রিজওয়ানা দেশের পরিবেশ সংরক্ষণে তাঁর অসামান্য অবদানের জন্য ২০০৯ সালে পরিবেশের নোবেল খ্যাত মর্যাদাপূর্ণ ‘গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ’ অর্জন করেন। টাইম ম্যাগাজিন তাঁকে ‘ফোরটি এনভায়রনমেন্টাল হিরোজ অব দ্যা ওয়ার্ল্ড’ এর একজন হিসেবে মনোনীত করে। বিচারিক কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সুরক্ষা করে মানুষের মর্যাদা ও জীবনের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য নেতৃত্ব, কঠোর পরিশ্রমী দক্ষতা এবং আপসহীন সাহসের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে তিনি এশীয়ার নোবেল খ্যাত মর্যাদাপূর্ণ ‘র্যামন ম্যাগসেসে’ পুরস্কারে ভূষিত হন। রিজওয়ানা হাসান ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রদত্ত ‘১৬তম বার্ষিক ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড’ এবং বালিপাড়া ফাউন্ডেশন প্রদত্ত ‘গ্রিন লিগ্যাল অ্যাওয়ার্ড’ অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে সৈয়দা রিজওয়ানা ব্যবসায়ী আবু বকর সিদ্দিক এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ। তিনি তিন সন্তানের জননী।
[office_head_des_en] =>
Syeda Rizwana Hasan
Honorable Adviser
Ministry of Environment, Forest and Climate Change
Government of the People's Republic of Bangladesh
Syeda Rizwana Hasan was sworn in as an advisor to the interim government on 8 August 2024 and was assigned to the Ministry of Environment, Forest and Climate Change on 9 August 2024.
Syeda Rizwana Hasan is an enrolled lawyer with the Supreme Court of Bangladesh. In professional life, she was working for the cause of environment as the Chief Executive of a reputed national Non-Governmental Organization named Bangladesh Environmental Lawyers Association (BELA). Her main focus is to promote the notion of environmental justice in Bangladesh.
Syeda Rizwana did her masters and graduation in law from the University of Dhaka with distinction. She started her career with BELA in 1993 and continued with the same organization till she joined the interim government as an adivisor.
BELA, the organization that Rizwana ran has received the Global 500 Roll of Honors of the United Nations Environment Programme (UNEP) in the year 2003. BELA has won the Environmental Award (given for the first time that year) in 2007 given by the Department of Environment for popularizing environmental law. The organization has also been awarded with M. Saleem Ullah Memorial Gold Medal 2009 as a token of recognition of its service to the people in providing effective leadership for the preservation and sustenance of the environment. BELA has been awarded the prestigious ‘Tang Award’ from Taiwan for its contribution in the arena of Rule of Law (2020).
Rizwana Hasan has received the ‘Annanya Top Ten Award’ given by a reputed journal of Bangladesh. She is also amongst the first five South Asian women to receive the ‘Celebrating Womenhood’ award (2008) given by the Creative Statement and South Asia Partnership based in Nepal. Rizwana has received the prestigious ‘Goldman Environmental Prize’, often referred as the Nobel Prize for Environment, for the year 2009 for her outstanding contribution in protecting and conserving the environment of the country. She has also been named as one of the 40 Environmental Heroes of the World by the TIME magazine. Recognizing her impassioned leadership, hard-driving skill, and uncompromising courage in the campaign of judicial activism that has demonstrated that the right to environment is nothing less than a people’s right to dignity and life, Rizwana has been awarded with the Ramon Magsaysay Award, often regarded Asia's Nobel Prize, in 2012. Rizwana Hasan has also been awarded the 16th Annual International Women of Courage Award, 2022 given by the U.S Department of State and the Green Legal Award from the Balipara Foundation.
In her personal life Rizwana is married to business person Abu Bakar Siddique. She is a mother of three children.
[designation] => [designation_new_bn] =>মাননীয় উপদেষ্টা
[designation_new_en] =>Honorable Adviser
[weight] => 3 ) =======================Array ( [id] => c15f7c63-2d5f-43bc-aefa-93a0bb99eb7a [version] => 6 [active] => 1 [publish] => 1 [created] => 2022-09-10 11:49:36 [lastmodified] => 2024-08-24 21:46:32 [createdby] => 543 [lastmodifiedby] => 543 [domain_id] => 6576 [office_id] => [menu_id] => [title_bn] => সচিব [title_en] => Secretary [body_bn] => [body_en] => [userpermissionsids] => [uploadpath] => 832a7de1-859b-4a86-9efb-832055f8ba6b [userip] => 127.0.0.1 [useragent] => Mozilla/5.0 (Windows NT 10.0; Win64; x64) AppleWebKit/537.36 (KHTML, like Gecko) Chrome/127.0.0.0 Safari/537.36 [usergeo] => [is_right_side_bar] => 0 [office_head_photo] => Array ( [0] => Array ( [name] => 2024-07-14-17-14-eafd53d2c46437240a83d2a1c8147b51.jpeg [caption_bn] => [caption_en] => [link] => ) ) [office_head_description] => [office_head_des_bn] =>ড. ফারহিনা আহমেদ
সচিব
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
ড. ফারহিনা আহমেদ ২২ মে, ২০২২ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। সরকারি চাকুরিতে সুদীর্ঘ ৩০ বছরের পথ পরিক্রমায় তিনি অর্থ বিভাগে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব এবং উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক এবং উক্ত একাডেমির সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালকসহ শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত SEIP প্রকল্পে পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন। উল্লেখ্য ড. আহমেদ বিসিএস প্রশাসন ক্যাডারের একাদশ ব্যাচের একজন কর্মকর্তা।
[office_head_des_en] =>
ড. ফারহিনা আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি অষ্ট্রেলিয়া এওয়ার্ড স্কলারশীপ নিয়ে অষ্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী ও অষ্ট্রেলিয়ান লিডারশীপ এওয়ার্ড স্কলারশীপ নিয়ে RMIT বিশ্ববিদ্যালয়, অষ্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন।
ড. আহমেদ সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধীন রাওল ওয়ালেনবার্গ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস হিউম্যানিটারিয়ান ‘ল’ থেকে মানবাধিকার বিষয়ে এডভান্স কোর্স সম্পন্ন করেন। তিনি সুদীর্ঘ কর্মজীবনে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেন। এরই অংশ হিসেবে তিনি ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সুইডেন, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, কানাডা, মিশর ইত্যাদি রাষ্ট্র ভ্রমণ করেছেন।Dr. Farhina Ahmed
Secretary
Ministry of Environment, Forest and Climate Change
Dr. Farhina Ahmed joined as the Secretary in the Ministry of Environment, Forest and Climate Change on May 22, 2022. In her long and illustrious career, she has worked in the civil service in the capacities of Additional Secretary, Joint Secretary, and Deputy Secretary in the Finance Division during a long 30-year journey in government service. In addition, she was entrusted with many vital posts in the Ministry of Education, Ministry of Health, Ministry of Housing and Public Works, Ministry of Women and Child Affairs, and Field Administration. She discharged her responsibilities as the Director of the BCS Administration Academy and Project Director of the Academy's Capacity Building Project. In the SEIP project jointly run by Finance Division and the Asian Development Bank, her expertise in the relevant field was acknowledged as she worked there as a consultant. It is to be noted that Dr. Ahmed is an officer in the Bangladesh Civil Service.
Dr. Farhina Ahmed obtained her bachelor's (with honors) and master's degrees from the Department of Political Science, University of Dhaka. Later, she received a Master's degree from Monash University, Australia, under the Australia Award, and a PhD from RMIT University, Australia, under the Australian Leadership Award.
Dr. Ahmed completed an advanced course on human rights from the Raoul Wallenberg Institute of Human Rights and Humanitarian Law at Lund University, Sweden. She participated in a significant number of trainings, workshops, seminars, and conferences at home and abroad during her long career. As part of her professional requirements, she has traveled to India, Nepal, Thailand, Malaysia, China, Japan, Singapore, the United Arab Emirates, Sweden, Denmark, the USA, Canada, Egypt, etc.
[designation] => [designation_new_bn] =>সচিব
[designation_new_en] =>Dr. Farhina Ahmed
Secretary
Ministry of Environment, Forest and Climate Change
[weight] => 2 ) =======================
মোহাম্মদ রেজাউল করিম
পরিচালক
বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম