বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম বাংলাদেশের প্লান্ট ট্যাক্সোনমিক গবেষণার প্রধান কেন্দ্র। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যয়ণরত এবং শ্রেণীতত্ত্ব বিষয়ে গবেষণারত ছাত্র-ছাত্রী/গবেষকগণ তাদের গবেষণা কাজে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামে সংরক্ষিত বিভিন্ন উদ্ভিদ পরিবারের/এলাকার উদ্ভিদ প্রজাতির নমুনা পর্যবেক্ষণ করে থাকেন। ন্যাশনাল হারবেরিয়ামে সংরক্ষিত এবং সঠিকভাবে সনাক্তকৃত উদ্ভিদ নমুনা সমুহকে ভিত্তি ধরে উদ্ভিদ নমুনা সনাক্ত করা হয়ে থাকে। ন্যাশনাল হারবেরিয়ামের উদ্ভিদ নমুনা পর্যবেক্ষণের জন্য ডিসেকটিং এবং লং আর্ম মাইক্রোস্কোপ রয়েছে। এসব মাইক্রোস্কোপের সাহায্যে গবেষকগণ তাদের আনীত উদ্ভিদ নমুনা পর্যবেক্ষণ করতে পারেন। এছাড়া হারবেরিয়ামে রয়েছে উদ্ভিদের টিস্যু কালচার ল্যাব, সাইটোলোজিক্যাল ল্যাব এবং এনাটনিক্যাল ল্যাব। এসব ল্যাবরেটরীতে কাজ করার সুযোগ রয়েছে গবেষকদের জন্য। এখানে রয়েছে সকল অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও যন্ত্রপাতি। হারবেরিয়ামে রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরী। যে কোন গবেষক/পাঠক হারবেরিয়ামের পরিচালকের অনুমতি সাপেক্ষে উক্ত লাইব্রেরী ব্যবহার করতে পারেন। প্লান্ট ট্যাক্সোনমিক বিষয়ে উচ্চতর গবেষণার ক্ষেত্রে ন্যাশনাল হারবেরিয়ামের এসব লজিস্টিক ব্যবহার করতে চাইলে স্বীয় গবেষণা প্রতিষ্ঠানের সাথে ন্যাশনাল হারবেরিয়ামের মধ্যে একটি MoU স্বাক্ষরিত হতে হবে। এরপর হারবেরিয়ামের একজন বিজ্ঞানীর তত্ত্বাবধানে থেকে এসব সুযোগ সুবিধা ব্যবহার করা যাবে। |