Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd এপ্রিল ২০২৫

২০ এপ্রিল,২০২৫ রোজ রবিবার “মাইগভ প্লাটফর্মে নাগরিক সেবাসমূহ নিষ্পত্তি” শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন।


প্রকাশন তারিখ : 2025-04-21

গত ২০ এপ্রিল,২০২৫ রোজ রবিবার “মাইগভ প্লাটফর্মে নাগরিক সেবাসমূহ নিষ্পত্তি” শীর্ষক প্রশিক্ষণ আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকায় সম্পন্ন হয়।

“মাইগভ প্লাটফর্মেনাগরিক সেবাসমূহ নিষ্পত্তি” শীর্ষক এই প্রশিক্ষণে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এই ২ টি দপ্তরের সেবা সংশ্লিষ্ট শাখা হতে মোট ১৬ জন কর্মকর্তা/কর্মচারী অংশগ্রহণ করেন।

“মাইগভ (myGov)” একটি সমন্বিত ডিজিটাল প্লাটফর্ম, যা নাগরিক ও সরকারি দপ্তরসমূহের মধ্যে তথ্য ও সেবা আদান-প্রদানের সেতুবন্ধন হিসাবে কাজ করে। এই প্লাটফর্ম (www.mygov.bd) ব্যবহার করে একজন নাগরিক কোন প্রকার  ভোগান্তি ছাড়া প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্তি ও পেমেন্টসহ ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারেন। একি প্লাটফর্ম ব্যবহার করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর উক্ত আবেদন নিষ্পত্তির মাধ্যমে কাংক্ষিত সেবাটি অনলাইনে নাগরিকের ড্যাশবোর্ডে প্রেরণ করেন। মাইগভ প্ল্যাটফর্মে নাগরিক ঘরে বসে আবেদনের গতিবিধি পর্যবেক্ষণ এবং উক্ত সেবা সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া প্রকাশ (রেটিং) করতে পারেন। এভাবেই, মাইগভ প্ল্যাটফর্ম ব্যবহার করে কোন প্রকার ভোগান্তি ছাড়া দ্রুত তম সময়ের মধ্যে নাগরিক তাঁর কাঙ্খিত সেবাটি গ্রহণ করতে পারেন। এটি একটি নতুন নাগরিক-রাষ্ট্র সম্পর্কের সূচনা, যেখানে সেবাপ্রাপ্তি হয় সহজ, দ্রুত ও স্বচ্ছ উপায়ে।