হারবেরিয়াম কার্যক্রমের চতুর্থ পর্যায়ের কাজের আওতায় উদ্ভিদ নমুনার ডাটাবেস (Database) তৈরির লক্ষ্যে হারবেরিয়ামে সংরক্ষিত তথ্যসম্বলিত উদ্ভিদ নমুনা ডকুমেন্টেশন করা হয়ে থাকে। এই ডাটাবেস হারবেরিয়ামে সংরক্ষিত তথ্য সম্বলিত যে কোন প্রজাতির উৎস অনুসন্ধানে সহায়ক। দ্বিতীয়তঃ হারবেরিয়ামের প্রশিক্ষণপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তাগণ বিভিন্ন আঙ্গিকে তাঁদের কাজের লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে হারবেরিয়াম ও ল্যাবরেটরীতে নিয়মিতভাবে গবেষণা কাজ করে থাকেন। তাঁরা তাঁদের কাজের ফলাফল প্রধানতঃ “Flora of Bangladesh”,“Bulletin of the Bangladesh National Herbarium” ও অন্যান্য ফ্লোরিস্টিক প্রকাশনার মাধ্যমে প্রকাশ করে থাকেন। তাঁদের প্রকাশনা জাতীয় ও আন্তর্জাতিক জার্ণালে প্রকাশিত হয়ে থাকে। পাশাপাশি হারবেরিয়ামের আর্টিস্টগণ ফ্লোরিস্টিক প্রকাশনার বিষয়বস্তুর সহায়ক হিসেবে হারবেরিয়াম শীটে রক্ষিত উদ্ভিদ নমুনা থেকে প্রয়োজনীয় চিত্র অংকন করে থাকেন। |