Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ নভেম্বর ২০১৫

উদ্ভিদ নমুনা অপসারণ

কখনও কখনও নষ্ট হয়ে যাওয়া এবং পর্যাপ্ত লেবেল না থাকার জন্য উদ্ভিদ নমুনা হারবেরিয়াম হতে অপসারণ করতে হয়। অপসারণকৃত ঐ সব নমুনা ধ্বংস করা হয়, না হয় পরিচালকের অনুমতি সাপেক্ষ্যে অন্যান্য হারবেরিয়ামের সাথে নমুনা আদান প্রদান কাজে ব্যবহার করা হয়। হারবেরিয়ামের বৈজ্ঞানিক কর্মকর্তাগণ কোন উদ্ভিদ নমুনা অপসারণের জন্য কিউরেটরের নিকট সুপারিশ করলে কিউরেটর টেকনিক্যাল অফিসারকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করে থাকেন। অপসারণকৃত নমুনা বিক্রি অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় না। বৈজ্ঞানিক কর্মকর্তাদের পরামর্শক্রমে অপর্যাপ্ত তথ্যযুক্ত অথবা ফুল-ফলবিহীন নমুনা অপসারণপূর্বক ধ্বংস করা হয়।