১ । সমগ্র দেশের উদ্ভিদ জরিপ এবং নমুনা সংগ্রহ করা।
২ । সংগৃহীত উদ্ভিদ নমুনা এবং তথ্য সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বংশ পরম্পরায় হারবেরিয়ামে সংরক্ষণ করা।
৩ । প্লাণ্ট ট্যাক্সোনমিক গবেষণার উন্নয়ন করা এবং উদ্ভিদ সংক্রান্ত প্রকাশনা বের করা।
৪ । হারবেরিয়ামের তথ্য ভান্ডার এবং সংরক্ষিত উদ্ভিদ নমুনা সমূহের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা।
৫ । বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখাসহ উদ্ভিদ সংক্রান্ত বিষয়ে কারিগরি সেবা প্রদান করা।
৬ । হারবেরিয়ামের জনবলের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।