হারবেরিয়ামে সংরক্ষিত উদ্ভিদ নমুনাসমূহের যত্ন ও পরিচর্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে কিউরেটরিয়াল বিভাগ। এই বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ সাধারণত যে ৫টি বিষয়ের উপর লক্ষ্য রাখেন সেগুলো হল: (১) ক্ষতিকারক পোকা দমন ও আক্রমন প্রতিরোধ করা, (২) নমুনা সংরক্ষণের জন্য পর্যাপ্ত ও প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করা, (৩) আগুন প্রতিরোধ করা, (৪) নমুনার নিরাপদ পরিবহণ ও প্রবেশের ব্যবস্থা নিশ্চিত করা, এবং (৫) নষ্ট হয়ে যাওয়া নমুনা অপসারণ করা। হারবেরিয়ামে সংরক্ষিত উদ্ভিদ নমুনাসমূহের নিয়ন্ত্রনের ভার কিউরেটরের হাতে ন্যাস্ত। এক্ষেত্রে তিনি প্রধানতঃ যে সকল কার্যাবলী সম্পাদন করে থাকেন সেগুলো হল: (১) হারবেরিয়াম বিজ্ঞানীগণ কর্তৃক গবেষণার জন্য অথবা অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক ধার নেওয়া উদ্ভিদ নমুনার গতিবিধি নিয়ন্ত্রণ করা; (২) হারবেরিয়ামের সংরক্ষণ কক্ষে প্রবেশের পূর্বে সকল উদ্ভিদ নমুনা জীবাণু /পোকা-মাকড়মুক্ত করার লক্ষ্যে বিষ বাস্পায়িত (fumigation) করার কাজ নিশ্চিত করা; এবং (৩) সংরক্ষিত নমুনার কোথাও কোন পোকার আক্রমণ ঘটেছে কিনা তাহা নিয়মিতভাবে লক্ষ্য রাখা এবং কোথাও এমন আক্রমনের চিহ্ন দেখা গেলে সাথে সাথেই তার প্রতিকারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। হারবেরিয়ামে আগত এবং বাহিরে পাঠানো সকল নমুনার তথ্য লিপিবদ্ধ করা ও এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব এই কিউরেটরিয়াল বিভাগই পালন করে থাকে। এছাড়াও এই বিভাগ নতুন উদ্ভিদ নমুনা মাউণ্টিং, মেরামত, পুনঃস্থাপন, চুরি রোধ, ধুমপান রোধ, দর্শনার্থীদের নিয়ন্ত্রন ইত্যাদি কাজ করে থাকে।
|