০৮-০১-২০২৫ তারিখ বুধবার BGMEA University of Fashion and Technology (BUFT) এর পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামে এক শিক্ষা সফরের আয়োজন করেন এবং পরিদর্শন করেন। এ শিক্ষা সফরে ৭০ জন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষকগণ অংশগ্রহন করেন এবং হারবেরিয়াম থেকে উদ্ভিদ বৈচিত্র, ট্যাক্সোনোমি এবং উদ্ভিদ নমুনা সরক্ষন সম্বন্ধে সার্বিক জ্ঞান লাভ করেন।