রসালো ফুল-ফল, মূল, টিউবার, কান্ড, পাতা ইত্যাদি বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নমুনা চাপে শুকিয়ে হারবেরিয়াম শীট তৈরী করলে ঐ সকল অংগের আকার/আকৃতি বিনষ্ট হয়। তাই ঐসকল উদ্ভিদ নমুনার সঠিক পরিমাপ এবং ত্রিমাত্রিক গঠন সম্পর্কে ধারণা পাওয়ার লক্ষ্যে মাউণ্টেড হারবেরিয়াম শীট তৈরীর পাশাপাশি স্বচ্ছ কাচের জারে স্পিরিটের মধ্যেও কিছু নমুনা সংরক্ষণ করা হয়। ন্যাশনাল হারবেরিয়ামে এমন ৫০০-এর অধিক উদ্ভিদ প্রজাতির নমুনা সংরক্ষিত রয়েছে। অনুমতি সাপেক্ষে হারবেরিয়ামে আগত সকল শ্রেণিবিন্যাসবিদ, গবেষক, শিক্ষার্থী এবং দর্শনার্থীদের জন্য এই স্পিরিট সংগ্রহশালা উন্মুক্ত। উদ্ভিদ নমুনার ইলাস্ট্রেশন আঁকার ক্ষেত্রে হারবেরিয়ামের আর্টিস্টগণও এগুলো ব্যবহার করে থাকেন। |