Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ ডিসেম্বর ২০২০

বিলুপ্তপ্রায় উদ্ভিদ

বাংলাদেশে জন্মে এমন প্রতিটি উদ্ভিদ প্রজাতিই দেশের জীববৈচিত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্ধিত জনসংখ্যার প্রয়োজন মেটাতে প্রতিনিয়ত এদেশের জীববৈচিত্রের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। ফলে অনেক উদ্ভিদ প্রজাতির সংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে এবং সেগুলো বিলুপ্তির সম্মুখীন হচ্ছে। নানাবিধ মানুষ্য সৃষ্ট কারণ (যেমন নির্বিচারে বনভূমি ধ্বংস, মাত্রাতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ, উদ্ভিদের আবাসস্থলের পরিবর্তন) এবং প্রাকৃতিক কারণে (যেমন ঘুর্ণিঝড়, জলোচ্ছাস, লবনাক্ততা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি) বাংলাদেশের অনেক উদ্ভিদ প্রজাতির অস্তিত্ব বর্তমানে হুমকির মুখে পড়ছে। বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম এযাবত দেশের ৪৪৬টি উদ্ভিদ প্রজাতিকে আইইউসিএন-এর ক্রাইটেরিয়া প্রয়োগ করে বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী বিলুপ্তপ্রায় উদ্ভিদ হিসেবে তালিকাভুক্ত করেছে। বিলুপ্তপ্রায় উদ্ভিদ হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে উদ্ভিদ প্রজাতিটির পূর্ণবয়ষ্ক ও প্রজননক্ষম গাছের সংখ্যা, বিস্তৃতি, অতীত-বর্তমান বিবেচনায় সংখ্যা প্রবণতা, বর্তমান-ভবিষ্যত প্রক্ষেপণ, বিদ্যমান বিলুপ্তির কারণ বিবেচনা করা হয়েছে। যেহেতু বিলুপ্তির কারণগুলো নিত্য বিদ্যমান, সেহেতু বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির সংখ্যাও সদা পরিবর্তনশীল। সে লক্ষ্যে ন্যাশনাল হারবেরিয়াম নিয়মিতভাবে বিলুপ্তপ্রায় উদ্ভিদের মূল্যায়নপূর্বক হালনাগাদ তালিকা তৈরীর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ন্যাশনাল হারবেরিয়াম বিলুপ্তপ্রায় উদ্ভিদের মনিটরিং-এর পাশাপাশি এদের বিলুপ্তির কারণ এবং সংরক্ষণ কৌশল সর্ম্পকে পরামর্শ দিচ্ছে।

বাংলাদেশের ৪৪৬টি  বিলুপ্তপ্রায় উদ্ভিদ  এর তালিকা দেওয়া হল।